ডিসেম্বর ২৭, ২০২৪

শুক্রবার ২৭ ডিসেম্বর, ২০২৪

শামীম-অহনার প্রেম মাছ বাজারে

Shamim Sarkar-Ahona Rahman love is in the fish market
শামীম-অহনার প্রেম মাছ বাজারে। ছবি: সংগৃহীত

শামীম হাসান সরকার ও অহনা রহমান ছোট পর্দার জনপ্রিয় জুটি। মাছ বাজারে কাজের সুবাদে একে অন্যের প্রেমে পড়েছেন এই জুটি। তবে এটি নাটকে।

গত রোববার (২৩ জুলাই) অন্তর্জালে মুক্তি পেয়েছে ‘কাঁটা’ শিরোনামের একটি নাটক। পরিচালনা করেছেন সাইফুল হাফিজ খান।শামীম-অহনা ছাড়াও নাটকটির বিভিন্ন চরিত্রে আছেন মিঠু, সাজ্জাদ, নেয়ামতসহ অনেকেই।

নাটকের গল্পে দেখা যায়, শামীম যে বাজারে মাছ বিক্রি করেন, অহনা সেই বাজারেই মাছ কাটার কাজ করেন। ধীরে ধীরে অহনাকে ভালো লাগতে শুরু করে শামীমের। তার প্রেমে পড়ে যায়। এইভাবে নানা ঘটনা নিয়ে এগিয়ে যায় কাঁটা নাটকটি।