অক্টোবর ৪, ২০২৪

শুক্রবার ৪ অক্টোবর, ২০২৪

নৌকা প্রতীকে সংসদ নির্বাচনে প্রার্থী হতে চান অপু, যা বললেন তিনি

Apu Biswas
চিত্রনায়িকা অপু বিশ্বাস।—ফাইল ছবি

রাজনীতির অঙ্গনে অভিনয় থেকে নাম লেখানোর গল্পটা পুরনো। এর আগে অনেকেই অভিনেতা থেকে হয়েছেন নেতা। সংসদে গেছেন জনপ্রতিনিধি হয়ে। ইতিমধ্যে আওয়ামী লীগ দলের মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো এবারও আওয়ামী লীগ থেকে প্রার্থী হওয়া নিয়ে এক ঝাঁক তারকার নাম শোনা যাচ্ছে। এবার তাদের কাতারে নাম লেখাতে যাচ্ছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।

এ বিষয়ে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে অপু বিশ্বাস জানিয়েছেন, এবার নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে পরিকল্পনা রয়েছে। আমার কাছে মনে হয় নারীদের তুলে ধরতে একজন নারীই প্রয়োজন। যেমনটা আমাদের প্রধানমন্ত্রী। তিনি সবসময় নারী নেতৃত্বকে সাপোর্ট দেন।’

ঢালিউড কুইন আরও বলেন, ‘অপু বিশ্বাসের জায়গা নারীদের কাছে ভিন্নরকম। বিশেষ করে ব্যক্তিত্ব, সন্তানের মা এবং একজন নারী হিসেবে। তো প্রার্থী হওয়ার সেই সুযোগ যদি আমাকে করে দেয়, তাহলে অবশ্যই আমি নির্বাচন করব।’

এদিকে আসন্ন নির্বাচনে ক্ষমতাসীন দলের টিকিট পেতে মরিয়া হয়ে আছেন ফেরদৌস ও মাহিয়া মাহি। রাজনীতির মাঠেও সরব রয়েছেন তারা। আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচীতে সক্রিয় দেখা যায় তাদের।