ডিসেম্বর ৯, ২০২৪

সোমবার ৯ ডিসেম্বর, ২০২৪

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক মাসে সর্বোচ্চ মৃত্যু নভেম্বরে

প্রতীকি ছবি/সংগৃহীত

দিনদিন বেড়েই চলেছে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ও মৃতের সংখ্যা । গত ২৪ ঘণ্টায় সারাদেশে এ রোগে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে চলতি মাসে মৃতের সংখ্যা পৌঁছেছে ১৫৬ জনে। এখন পর্যন্ত চলতি বছর এক মাসে সর্বোচ্চ মৃত্যু নভেম্বরেই হয়েছে।

এরআগে গত অক্টোবর মাসে ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল ১৩৫ জনের। এছাড়া চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪৭১ জনের।

গতকাল মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৯৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের নিয়ে চলতি মাসে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়াল ২৬ হাজার ৮৯৮ জনে। অক্টোবরে হাসপাতালে ভর্তি হয়েছিল ৩০ হাজার ৮৭৯ জন। আর চলতি বছরে এখন পর্যন্ত সরকারি হিসেবে মোট রোগী হাসপাতালে ভর্তি হলো ৮৮ হাজার ৭১৫ জন।

এতে আরও বলা হয়েছে, ২৪ ঘণ্টায় প্রাণ হারানো ১০ জনের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও বরিশাল বিভাগে মৃত্যু হয়েছে তিনজন করে। বাকিদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে দুইজন আর চট্টগ্রাম ও ঢাকা বিভাগে প্রাণ হারিয়েছে একজন করে।

২০২৩ সালের জুন মাস থেকে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। গেল বছর দেশে তিন লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন।

অপরদিকে এক হাজার ৭০৫ জন মশাবাহিত এই রোগে মারা গেছেন। যা দেশের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

এরআগে ২০২২ সালে ডেঙ্গু নিয়ে মোট ৬২ হাজার ৩৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ওই বছর মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে ২৮১ জন মারা যান।