কুমিল্লার কোটবাড়ি অঞ্চলটি কুমিল্লা তথা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। এটি কুমিল্লা সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত। এখানে রয়েছে বাংলাদেশের বিখ্যাত কিছু প্রতিষ্ঠান এবং ভ্রমণ স্পট। তার মধ্যে উল্লেখযোগ্য হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়, সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট, কুমিল্লা ক্যাডেট কলেজ, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বার্ড), টিটিসি ট্রেনিং সেন্টার, টিচার্স ট্রেনিং সেন্টার, গভ. ল্যাবরেটরি হাই স্কুল সহ গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা প্রতিষ্ঠান।
এছাড়াও রয়েছে ম্যাজিক প্যারাডাইস, ব্লু ওয়াটার পার্ক, ঐতিহাসিক নিদর্শন শালবনবিহার, জাদুঘর সহ আরো বেশ কিছু জনপ্রিয় ভ্রমণ স্পট।
কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এতোসব স্বনামধন্য প্রতিষ্ঠানের প্রবেশ মুখ কোটবাড়িতে অবস্থিত কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের পাশে তিন রাস্তা মোড়ে রয়েছে ময়লার ডাস্টবিন। গৃহস্থালির ময়লা-আবর্জনা থেকে শুরু করে সব রকমের ময়লাই এখানে এনে জমা রাখেন কুমিল্লা সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা। এসব ময়লা-আবর্জনার দুর্গন্ধ বাতাসে ছড়িয়ে পড়ছে কয়েক মিটার পর্যন্ত।
এতে করে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী সহ পর্যটকদের। ফলে নাক-মুখ কাপড় বা রুমালে চেপে চলাচল করেও দুর্গন্ধ থেকে পরিত্রাণ পাচ্ছে না তারা। শিক্ষার্থীদের অভিযোগ, প্রতিদিন শহর থেকে ক্যাম্পাসের উদ্দেশ্যে যাতায়াত কালে ডাস্টবিনের আবর্জনার দুর্গন্ধ পোহাতে হয়। এর থেকে রক্ষা পাচ্ছে না স্থানীয় পথচারীরাও।
কুমিল্লা সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলছি জনগণের দুর্ভোগ লাঘব করতে এবং ময়লা-আবর্জনা ফেলার জন্য সঠিক জায়গা নির্বাচন করে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করুন। যেখানে মানুষের চলাচল কম এবং তাদের জীবনযাত্রায় ব্যঘাত ঘটাবে না এমন জায়গা নির্ধারণ করে ময়লা ফেলার কাজ অতি দ্রুত বাস্তবায়ন করতে হবে।
নাহয় এসব দুর্গন্ধের অভিমুখে শিক্ষার্থীরা দীর্ঘদিন চলাফেরা করার কারণে শ্বাসকষ্ট সহ নানা কঠিন ও জটিল রোগে আক্রান্ত হবে। সুতরাং শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি ও পরিবেশের ভারসাম্য রক্ষার কথা বিবেচনা করে শিগগির ডাস্টবিনের স্থান পরিবর্তন করার জোর দাবি জানাচ্ছি।
তামিম মিয়া
শিক্ষার্থী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়।