বিশ্বকাপের মাঝেই ছুটি নিয়ে দেশে ফিরেন সাকিব আল হাসান। এভাবে দেশে ফেরা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনায় পড়েছেন এই অলরাউন্ডার। উঠেছে নানান প্রশ্ন সমর্থকদের মনে।
জানা গেছে, দেশে ফিরে অনুশীলন করলেও কোচ থেকে সাকিব ছুটি নিয়েছেন ব্যক্তিগত কারণ দেখিয়ে। বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘সাকিবকে দুই দিনের ছুটি দেওয়া হয়েছে। কোচ ছুটি দিয়েছে। ও বলেছে যে ব্যক্তিগত কারণে ওকে একটু ঢাকায় যেতে হবে। আমরা ব্যক্তিগত কারণ বলেই জানি।’
হঠাৎ করে দলকে রেখে সাকিব দেশে ফেরায় অনেকেই ভেবেছিলো হয়তো অ-ক্রিকেটীয় কাজেই সাকিবের এমন ফেরা। তবে, সাকিব নিজের অনুশীলন ঝালাই করতেই ফিরে এসেছেন ছোট বেলার কোচ নাজমুল আবেদীন ফাহিমের কাছে।
বৃহস্পতি এবং শুক্রবারও ব্যাটিং নিয়ে কাজ করবেন দেশসেরা এই অলরাউন্ডার। এর পাশাপাশি বোলিং নিয়েও কাজ হতে পারে বলে জানিয়েছেন কোচ ফাহিম।