নভেম্বর ৩, ২০২৪

রবিবার ৩ নভেম্বর, ২০২৪

কুমিল্লা বোর্ডে ৪ কলেজের কেউ পাস করেননি

Rising Cumilla - FAIL
প্রতীকি ছবি/সংগৃহীত

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হল। এতে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন শিক্ষার্থী। এর মধ্যে কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ৭১ দশমিক ১৫ শতাংশ। আর এই শিক্ষাবোর্ডের আওতাধীন ৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থী পাস করেননি।

কুমিল্লা বোর্ড সূত্রে জানা যায়, এ বছর কুমিল্লা শিক্ষাবোর্ডের আওতাধীন কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর এবং ফেনী জেলার মোট ৪৩৩টি কলেজের ১ লাখ ১২ হাজার ৩১২জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে এই শিক্ষাবোর্ডের অধীন ছয় জেলায় কোনো শিক্ষার্থী পাস করেননি, এমন শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে চারটি।

কোনো শিক্ষার্থী পাস না করা কলেজ গুলো হলো– ফেনী সদরের বেগম শামসুন্নাহার গার্লস স্কুল এন্ড কলেজ থেকে এবার চারজন, নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ইস্টার্ন কলেজ থেকে দুজন, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর আব্দুল জব্বার স্কুল এন্ড কলেজ থেকে ১২ জন এবং চাঁদপুরের মতলব দক্ষিণের ড. এম শামসুল হক মডেল কলেজ থেকে ১০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে একজনও পাস করেননি।

 

গত বছর শূন্যপাস করা কলেজের সংখ্যা ছিল ৪২টি। সেই হিসাবে এবার শূন্য পাস কলেজের সংখ্যা ২৩টি বেড়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করা হয়। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সব বোর্ডের ফলাফলের যে সারসংক্ষেপ তৈরি করেছে, তা থেকে এ তথ্য জানা গেছে।