জুন ২৫, ২০২৫

বুধবার ২৫ জুন, ২০২৫

কুমিল্লায় সময় টিভির সাংবাদিক বাহার রায়হানের ওপর দুর্বৃত্তদের হামলা

কুমিল্লায় সময় টিভির সাংবাদিক বাহার রায়হানের ওপর হামলা
কুমিল্লায় সময় টিভির সাংবাদিক বাহার রায়হানের ওপর হামলা/ছবি: সংগৃহীত

কুমিল্লা নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে সময় টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি এবং কুমিল্লা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক বাহার উদ্দিন রায়হানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৫ মে) রাত সাড়ে ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে। আহত সাংবাদিক বর্তমানে কুমিল্লা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সাংবাদিক বাহার রায়হান জানান, কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটি গঠনকে কেন্দ্র করে পদবঞ্চিত নেতাকর্মীরা বৃহস্পতিবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিল বের করেন।

তিনি তখন মিছিলের ছবি ও ভিডিও সংগ্রহ করছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত অতর্কিতে তার ওপর হামলা চালায়।

এ বিষয়ে কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, “লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এই ঘটনায় কুমিল্লার সাংবাদিক সমাজসহ নানা মহলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। তারা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আরও পড়ুন