ডিসেম্বর ১১, ২০২৪

বুধবার ১১ ডিসেম্বর, ২০২৪

কুমিল্লা নগরীতে বিএনপির শান্তি সমাবেশ অনুষ্ঠিত

Bangladesh Nationalist Party (BNP)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল। গ্রাফিক্স: রাইজিং কুমিল্লা

কুমিল্লা নগরীতে বিএনপির শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে নগরীর ধর্ম সাগরের দক্ষিণ পাড় বিএনপি কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় নগরীর শান্তি-শৃঙ্খলা রক্ষায় করণীয় নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে সংখ্যালঘুদের নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে হাজী ইয়াছিন বলেন, নেতাকর্মীদের নিজ নিজ এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে কাজ করতে হবে। কোনোভাবেই সংখ্যালঘু সমপ্রদায়ের নিরাপত্তা যেন বিঘ্নিত না হয় সেই লক্ষ্যে সজাগ দৃষ্টি রাখতে হবে। কোনো হাইব্রিড এবং অতিউৎসাহী দলে প্রবেশ করে যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে দৃষ্টি রাখতে হবে। তাছাড়া সংঘাত-সহিংসতা এড়িয়ে এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য তিনি আহ্বান জানান।

এছাড়াও বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক এবং সাবেক সংসদ সদস্য হাজী আমিনুর রশিদ ইয়াসিন, কেন্দ্রীয় বিএনপি’র সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য সচিব হাজী জসিম উদ্দিন, মহানগর বিএনপি’র আহ্বায়ক উৎবাতুল বারী আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কাউন্সিলর রাজিউর রহমান রাজিব, জেলা যুবদলের আহ্বায়ক আনোয়ারুল হক, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজামুদ্দিন কায়সার, মহানগর ছাত্রদলের সভাপতি ফখরুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক আক্তার হোসেন, দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ প্রমুখ।