নভেম্বর ৮, ২০২৪

শুক্রবার ৮ নভেম্বর, ২০২৪

কুমিল্লার বরুড়ার ডিমডুল গ্রামকে ধূমপান ও মাদক মুক্ত ঘোষণা

Dimdul village of Barura in Comilla has been declared smoke and drug free
কুমিল্লার বরুড়ার ডিমডুল গ্রামকে ধূমপান ও মাদক মুক্ত ঘোষণা। ছবি: সংগৃহীত

কুমিল্লার বরুড়া উপজেলার ডিমডুল গ্রামকে জেলা প্রশাসক কুমিল্লা কর্তৃক ধূমপান ও মাদকমুক্ত ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় বরুড়া উপজেলার শিলমুড়ী উত্তর ইউনিয়নের ডিমডুল আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বরুড়া উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা আফরিন মুস্তাফা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা নবাগত জেলা প্রশাসক খন্দকার মুঃ মুশফিকুর রহমান।

এ সময় কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মুঃ মুশফিকুর রহমান ডিমডুল গ্রামকে ধূমপান ও মাদক মুক্ত ঘোষণা করেন।

উল্লেখ্য, গত ৩১ মে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে বরুড়া উপজেলার প্রত্যন্ত অঞ্চলে মাদকদ্রব্যের ব্যবহার থেকে যুব সমাজকে রক্ষার্থে উপজেলা প্রশাসন কর্তৃক ধূমপান ও মাদক মুক্ত আলোকিত গ্রাম ঘোষণা কর্মসূচী গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা আফরিন মুস্তাফা।

তারই ধারাবাহিকতায় বরুড়া উপজেলার শিলমুড়ী উত্তর ইউনিয়নের ডিমডুল গ্রামকে ধূমপান ও মাদক মুক্ত ঘোষণার জন্য স্থানীয়ভাবে সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, রক্তঋণ সামাজিক সংগঠন, ধূমপান মুক্ত বরুড়া চাই সংগঠন, বরুড়া উপজেলা মাদক প্রতিরোধ কমিটি সহযোগিতায় ধূমপান ও মাদক মুক্ত ডিমডুল গ্রামকে আদর্শ গ্রাম হিসেবে রুপান্তর করতে নিরলস ভাবে পরিশ্রম করে, উক্ত গ্রাম থেকে সামাজিক সংগঠনের উৎসাহে ৮২ জন ধূমপান ছেড়ে দেওয়া, ও কিছু সংখ্যক মাদকসেবিদের তালিকা তৈরি করা হয় এবং তারা মাদক বিরোধী শপথ গ্রহণের মধ্য দিয়ে ধূমপান ও মাদক থেকে ফিরে আসে।

এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এএনএম মইনুল ইসলাম, কুমিল্লা জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) একেএম এরফানুল হক মারুফ, বরুড়া পৌরসভার মেয়র মো. বকতার হোসেন, বরুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মঈনুদ্দিন, বরুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুল হাসান সোহেল, বরুড়া থানা অফিসার ইনচার্জ মো. ফিরোজ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (মহিলা) কামরুন নাহার শিখা, বীর মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার ।

সভায় আরও বক্তব্য রাখেন বরুড়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক মোহাম্মদ মাসুদ মজুমদার, বরুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. ইলিয়াস আহমদ, উপসহকারী মেডিকেল এসোসিয়েশনের সভাপতি ডা. গোলাম কিবরিয়া, বরুড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি স্বপন ভৌমিক, প্রাথমিক শিক্ষক সমিতির সহ-সভাপতি মো. সোলেমান হোসেন, চেয়ারম্যান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক লায়ন রবিউল আলম, কাউন্সিলর শাহিনূর হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা মাওলানা মো. মনির হোসেন, বরুড়া উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি ডা. তপন ভৌমিক সহ উপজেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তা, বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এদিন জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান উপজেলায় অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন।