ডিসেম্বর ২৭, ২০২৪

শুক্রবার ২৭ ডিসেম্বর, ২০২৪

কুমিল্লায় বন্যা দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ করছেন চরমোনাই পীর

RisingCumilla.Com - Charmonai Pir is distributing relief to flood affected areas in Cumilla
ছবি: ফেসবুক

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতি বৃষ্টিতে দেশের চলমান বন্যায় পানিতে তলিয়ে গেছে ফেনী, নোয়াখালী ও কুমিল্লা জেলা। কুমিল্লায় পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীরসাহেব চরমোনাই।

আজ শনিবার (২৪ আগস্ট) দুপুরে কুমিল্লার লাকশাম উপজেলায় পানিবন্দি এলাকা পরিদর্শন করে ত্রাণ বিতরণ করেন ইসলামী আন্দোলনের আমির।

ইসলামী আন্দোলন জানায়, কুমিল্লায় পানিবন্দি মানুষের কষ্ট লাঘবে দলটির আমির ত্রাণ নিয়ে গিয়েছেন।

দলটির পক্ষ থেকে পানিবন্দি মানুষের জন্য শুকনো খাবার, চাল, ডাল বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে তাদের জন্য ত্রাণ দেওয়ার পাশাপাশি বাড়িঘর নির্মাণে সহযোগিতা করা হবে দলটির পক্ষ থেকে।