উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতি বৃষ্টিতে দেশের চলমান বন্যায় পানিতে তলিয়ে গেছে ফেনী, নোয়াখালী ও কুমিল্লা জেলা। কুমিল্লায় পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীরসাহেব চরমোনাই।
আজ শনিবার (২৪ আগস্ট) দুপুরে কুমিল্লার লাকশাম উপজেলায় পানিবন্দি এলাকা পরিদর্শন করে ত্রাণ বিতরণ করেন ইসলামী আন্দোলনের আমির।
ইসলামী আন্দোলন জানায়, কুমিল্লায় পানিবন্দি মানুষের কষ্ট লাঘবে দলটির আমির ত্রাণ নিয়ে গিয়েছেন।
দলটির পক্ষ থেকে পানিবন্দি মানুষের জন্য শুকনো খাবার, চাল, ডাল বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে তাদের জন্য ত্রাণ দেওয়ার পাশাপাশি বাড়িঘর নির্মাণে সহযোগিতা করা হবে দলটির পক্ষ থেকে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC