
ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর নতুন মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩৯ টাকা কমিয়ে ১ হাজার ৪০৩ টাকা থেকে ১ হাজার ৩৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
আজ বুধবার (২ জুলাই) নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি এক বিজ্ঞপ্তিতে এই নতুন মূল্য কার্যকর করার ঘোষণা দেয়। এর আগে জুন মাসে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ২৮ টাকা কমিয়ে ১ হাজার ৪০৩ টাকা নির্ধারণ করা হয়েছিল।
নতুন ঘোষণা অনুযায়ী, ১২ কেজি সিলিন্ডারের পাশাপাশি অন্যান্য ওজনের এলপিজি সিলিন্ডারের দামও আনুপাতিক হারে কমেছে। এছাড়া, প্রতি লিটার অটোগ্যাসের দাম ৬৪ টাকা ৩০ পয়সা নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে এলপিজির দামের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসে এই মূল্য সমন্বয় করে থাকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।