জুন ২৫, ২০২৫

বুধবার ২৫ জুন, ২০২৫

ঈদের দিন থেকে নিখোঁজ যুদ্ধাহত মুক্তিযোদ্ধা

Shariatpur Student Welfare Association President Hanif, Secretary Parvez

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম শাহনকে ঈদের দিন বিকাল ৫. ০০ ঘটিকা থেকে সংবাদ প্রকাশ পর্যন্ত তার কোন খুঁজ পাওয়া যায়নি।

পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল শনিবার (০৭-০৬-২৫) ঈদের দিন শামসুল ইসলাম শাহনের মোবাইলে ফোন আসলে উপজেলার শিবপুর ইউনিয়নের কনিকাড়াস্থ নিজ বাস ভবন থেকে নবীনগরে আসার কথা বলে বের হন। এখন পর্যন্ত তার কোন খুঁজ মিলেনি। তার হাতে থাকা মোবাইল ফোনটিও বন্ধ।

শাহনের বড় ছেলে পুলিশ সদস্য রাশেদুল ইসলাম জানান, ঈদের দিন বিকেল থেকে আব্বার কোন খুঁজ পাওয়া যাচ্ছে না। মোবাইল ফোন বন্ধ। থানায়-র্যাবে (RAB) যোগাযোগ করেও তার কোন খুঁজ মিলেনি।

শাহনের ছোট ছেলে রায়হান জানান, আমি ঘরে শুয়ে ছিলাম। আব্বা কার সাথে ফোনে কথা বলছিলো। ঈদের শুভেচ্ছা বিনিময় করে ২-৩ মিনিট কথা বলেন। পরে আমি নবীনগর যাই বলে বাড়িতে আর ফিরেনি।

নবীনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (ওসি) মো. আব্দুর রাজ্জাক জানান, এখন পর্যন্ত এ বিষয়ে কোন অভিযোগ হয়নি। বিষয়টি খুবই উদ্বেগজনক। আমরা গুরুত্বসহ উনার খুঁজে কাজ করছি।

আরও পড়ুন