আগামী ৭ দিনের মধ্যে অনুমোদনহীন সব অস্ত্র থানায় জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। অন্যথায় কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
সোমবার রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আহত আনসার সদস্যদের খোঁজ নেয়ার পর এ নির্দেশ দেন তিনি।
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, নিষিদ্ধ অস্ত্র যেগুলো বাইরে পাওয়া যায় না, সিভিলিয়নদের হাতে যাওয়ার কথা না, সেটার অথোরাইজ পুলিশ, র্যাবকে করা হয়েছিল। সেই অস্ত্র কীভাবে এদের হাতে গেল। একটা সিভিলিয়ান ছেলে ৭.৬২ হাতে নিয়ে চলে গেছে। তার মানে এই রাইফেল আর ফেরত আসেনি। একটা দেশে এটা হতে পারে না।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, যাদের হাতে এই অবৈধ অস্ত্র আছে তারা আগামী ৭ দিনের মধ্যে নির্দিষ্ট থানায় জমা দেবেন। যদি জমা না দেন তাহলে দুইটা চার্জ লাগবে। একটা অবৈধ অস্ত্র, আরেকটা সরকারি নিষিদ্ধ অস্ত্র আপনাদের হাতে। সেটার জন্য আন্তর্জাতিক আদালতেও যাওয়া যেতে পারে।
তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা হাত-পা হারিয়েছেন তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি তাদের চাকরির ব্যবস্থাও করা হবে।