জানুয়ারি ১৫, ২০২৫

বুধবার ১৫ জানুয়ারি, ২০২৫

হজ করতে সৌদি পৌঁছেছেন ৮৮ হাজার ৭৯২ জন যাত্রী

88 thousand 792 passengers arrived in Saudi to perform Hajj
হজ করতে সৌদি পৌঁছেছেন ৮৮ হাজার ৭৯২ জন যাত্রী। ছবি: সংগৃহীত

পবিত্র হজ পালন করতে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত (১৭ জুন রাত ১টা ৫৯ মিনিট) ৮৮ হাজার ৭৯২ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এ পর্যন্ত বিভিন্ন কারণে মক্কায় তিন নারীসহ ২১ জন হজযাত্রী মারা গেছেন।

শনিবার (১৭ ‍জুন) হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদিতে যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৭৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৭৮ হাজার ৯৯৪ জন।

এদিকে হজে গিয়ে সর্বশেষ আব্দুল গফুর (৬১) নামে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ২১ জনের মৃত্যু হলো। এর মধ্যে পুরুষ ১৮ জন এবং নারী তিনজন।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্কের ২৭তম বুলেটিনে শনিবার জানা যায়, সৌদি আরবের চিকিৎসাকেন্দ্র থেকে ২৩ হাজার ৮০৫ জন হজযাত্রী স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র গ্রহণ করেছেন।

গত ২১ মে থেকে হজযাত্রীদের প্রথম ফ্লাইট শুরু হয়। শেষ হবে ২২ জুন। হজ পালন শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে আগামী ২ জুলাই। ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট।

উল্লেখ্য, চাঁদ দেখাসাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।