আজ থেকে শুক্রবার পর্যন্ত আগামী ২ দিন সারা দেশেই বৃষ্টি হবে, তবে কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অভ্যন্তরীণ নদীবন্দর, উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরকে তিন নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।
আজ বুধবার (৪ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তরের বার্তায় এ তথ্য জানিয়েছেন।
২৪ ঘণ্টার আবহাওয়া অধিদপ্তরের বার্তায় বলা হয়, বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
এছাড়াও ‘উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চারণশীল মেঘমালা তৈরি হওয়ায়, উপকূলীয় এলাকায় ঝড়ো বাতাস বয়ে যেতে পারে। অভ্যন্তরীণ নদীবন্দর, উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরকে তিন নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।’
আবহাওয়াচিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে,চলতি মাসের এগারো তারিখের দিকে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে বাতাসের চক্রাকার আবর্তন তৈরি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এটি শক্তি অর্জন করলে মাসের দ্বিতীয় সপ্তাহের শেষ দিকে, ভারী বর্ষণ ও দমকা হাওয়ার শঙ্কা রয়েছে।