ডিসেম্বর ২১, ২০২৪

শনিবার ২১ ডিসেম্বর, ২০২৪

সাগরে লঘুচাপটি নিম্নচাপে পরিণত, উপকূলে বৃষ্টি শুরু

Rising Cumilla - Rain
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি নিম্ন চাপে পরিণত হয়েছে। লঘুচাপটি শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৩০ কিলোমিটার দূরে অবস্থান করছিল। অবস্থান বেশ দূরে হলেও নিম্নচাপের প্রভাবে কুমিল্লাসহ উপকূলীয় অঞ্চলে আজ (শনিবার) কিছুটা বৃষ্টি হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর গণমাধ্যমকে জানিয়েছে, আজ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আকাশ মেঘলা। তবে রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম। মেঘলা আকাশ আগামীকাল রোববার থেকে আর থাকবে না। ‌তবে আগামী মঙ্গলবার আবারও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে সাগরে নিম্নচাপের কারণে তাপমাত্রা খানিকটা বেড়ে গেছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১০ দশমিক ৪ ডিগ্রি। আর রাজধানীতে ১৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া নিম্নচাপের প্রভাবে দেশের চট্টগ্রাম, মোংলা, পায়রা সমুদ্রবন্দর ও কক্সবাজারে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।