এপ্রিল ২৫, ২০২৫

শুক্রবার ২৫ এপ্রিল, ২০২৫

লালমাইয়ে বিক্রয়ের উদ্দেশ্যে মরা গরুর মাংস মজুদ, ব্যবসায়ীকে ৭ দিনের কারাদণ্ড

Rising Cumilla - Businessman sentenced to 7 days in jail for storing dead beef for sale in Lalmai

কুমিল্লার লালমাই উপজেলায় এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। মরা গরু জবাই করে মাংস বিক্রয়ের উদ্দেশ্যে আলাদাভাবে মজুদের সময় আবুল কালাম (৪৫) নামের এক মাংস ব্যবসায়ীকে হাতেনাতে ধরেছে ভ্রাম্যমাণ আদালত। পরে তাকে সাত দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা উপজেলার ভুলইন দক্ষিণ ইউনিয়নের ভূশ্চি বাজার করিম মজুমদার মার্কেটে আকস্মিক অভিযান চালান।

দণ্ডপ্রাপ্ত আবুল কালাম স্থানীয় আমুয়া গ্রামের বাসিন্দা এবং ভূশ্চি বাজারে মাংস ব্যবসার সাথে জড়িত। ইউএনও হিমাদ্রী খীসা নিজেই এই দণ্ডাদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২১ এপ্রিল) রাতে আমুয়া গ্রামের ক্ষীরা নদীর পাড়ে একটি জবাইখানায় মৃত গরুর মাংস মজুদ করছিলেন আবুল কালাম। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আসে।

পরের দিন, মঙ্গলবার (২২ এপ্রিল) ইউএনও হিমাদ্রী খীসা তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নেন। তিনি ভুলইন দক্ষিণ ইউনিয়নের ভুশ্চি বাজার করিম মজুমদার মার্কেটে অভিযান পরিচালনা করে আনুমানিক ৮০ কেজি মরা গরুর মাংস উদ্ধার করেন। এই অভিযানেই ব্যবসায়ী আবুল কালামকে আটক করা হয় এবং পরে তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। উদ্ধারকৃত মাংস তাৎক্ষণিকভাবে মাটিতে পুঁতে ফেলা হয়েছে।

এ প্রসঙ্গে ইউএনও হিমাদ্রী খীসা জানান, “গরুটি রোগাক্রান্ত ছিল এবং মাংস থেকে তীব্র দুর্গন্ধ বের হচ্ছিল। বিস্তারিত জানার জন্য গরুর নমুনা ল্যাবে পাঠানো হয়েছিল এবং সেখানে নিশ্চিত হওয়া গেছে যে এটি মরা গরুর মাংস ছিল। এই কাজের সাথে জড়িত ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।”