মে ১৮, ২০২৫

রবিবার ১৮ মে, ২০২৫

লালমাইয়ে নারী ও কিশোর উন্নয়ন নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত

লালমাইয়ে নারী ও কিশোর উন্নয়ন নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত
লালমাইয়ে নারী ও কিশোর উন্নয়ন নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত

কুমিল্লা জেলা তথ্য অফিসের উদ্যোগে “শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন” শীর্ষক সচেতনতামূলক প্রচার কার্যক্রমের আওতায় লালমাই উপজেলার আলীশ্বর পল্লী উন্নয়ন পরিষদে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ মে) আয়োজিত এই সভাটি অনুষ্ঠিত হয় গণযোগাযোগ অধিদপ্তরের জিওবি খাতভুক্ত এপ্রিল-মে ২০২৫ মেয়াদের প্রচার কর্মসূচির অংশ হিসেবে।

অনুষ্ঠানে ভিডিও কলে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) ডালিয়া ইয়াসমিন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নূরুল হক, যিনি স্থানীয় জনগণের সঙ্গে নারী ও কিশোর-কিশোরীদের উন্নয়ন, সচেতনতা এবং সরকারের নানা কল্যাণমূলক কার্যক্রম নিয়ে আলোচনা করেন।

এই উঠান বৈঠকের মাধ্যমে উপস্থিত নারীরা সরকারের স্বাস্থ্য, শিক্ষা, নারী অধিকার ও নিরাপত্তাবিষয়ক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা পান এবং সচেতনতামূলক আলোচনায় অংশগ্রহণ করেন।

আরও পড়ুন