রবিবার ৩ আগস্ট, ২০২৫

লাকসামকে জেলা ঘোষণা ও কুমিল্লা-৯ আসন পুনর্বহালের দাবিতে বিক্ষোভ

Protest demanding declaration of Laksham as a district and restoration of Comilla-9 seat

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসন পুনর্বহাল এবং লাকসামকে জেলা হিসেবে ঘোষণার দাবিতে লাকসামে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

লাকসাম জেলা বাস্তবায়ন সংগ্রাম কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট বদিউল আলম সুজনের নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়।

শনিবার বিকালবেলা লাকসামের দৌলতগঞ্জ রেলওয়ে স্টেশন জামে মসজিদ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি লাকসাম বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে ঢাকা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে (লাকসাম বাইপাস) গিয়ে শেষ হয়। সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে অ্যাডভোকেট বদিউল আলম সুজন বলেন, “লাকসাম এবং মনোহরগঞ্জ আসন পুনর্বিন্যাসের ব্যাপারে কারো কোনো অভিযোগ ছিল না। কোনো কারণ ছাড়াই অন্তর্বর্তীকালীন সরকারকে বিপদে ফেলতে এই ধরনের হঠকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

তিনি নির্বাচন কমিশনের প্রতি আজকের গণরোষ দেখে এই প্রস্তাবনা থেকে সরে আসার আহ্বান জানান। একই সাথে তিনি লাকসামের মানুষের দীর্ঘদিনের দাবি, লাকসামকে জেলা হিসেবে ঘোষণা করার জন্য জোর দাবি জানান।

বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাডভোকেট বদিউল আলম সুজন জানান যে, আজকের কর্মসূচির পর নির্বাচন কমিশন যদি কোনো পদক্ষেপ না নেয়, তাহলে জনগণের সাথে নিয়ে কঠোর আন্দোলনের ঘোষণা করা হবে।

লাকসাম জেলা বাস্তবায়ন সংগ্রাম কমিটির সদস্য আবু বকর মো. জাহিদের সঞ্চালনায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন সাবেক পৌর কাউন্সিলর শাহাদাত হোসেন, সাবেক ছাত্র নেতা ফখরুল ইসলাম, লাকসাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আল শারাহ, পেয়ার আহমেদ এবং শাহ নুরুল আলম।

আরও পড়ুন