
এখন থেকে মেট্রোরেলের কোনো স্টেশনে প্রবেশ করে ট্রেনে যাত্রা না করেই বেরিয়ে গেলে যাত্রীকে গুনতে হবে ১০০ টাকা। নতুন এই নিয়মে যাত্রীসাধারণের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
গত সোমবার (২০ অক্টোবর) থেকে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ এই নতুন নিয়ম কার্যকর করেছে। এর আগে পর্যন্ত কোনো যাত্রী কার্ড স্ক্যান করে স্টেশনের ভেতরে যাওয়ার পাঁচ মিনিটের মধ্যে যদি বেরিয়ে যেতেন, তাহলে তাঁকে কোনো ভাড়া দিতে হতো না। অর্থাৎ, একই স্টেশনে প্রবেশ করে বিনামূল্যে বের হয়ে যাওয়ার (ফ্রি এক্সিট) একটি সুযোগ ছিল।
তবে ডিএমটিসিএল সেই নিয়মে পরিবর্তন এনেছে। নতুন নিয়ম অনুযায়ী, স্টেশনে কার্ড স্ক্যান করে প্রবেশের পর যাত্রা না করে বের হয়ে গেলেও স্বয়ংক্রিয়ভাবে ১০০ টাকা ভাড়া কেটে নেওয়া হবে।
নোটিশ টাঙানো হয়েছে স্টেশনগুলোতে
মেট্রোরেল কর্তৃপক্ষ ইতিমধ্যেই স্টেশনগুলোতে নতুন এই নিয়মসংক্রান্ত নোটিশ টাঙিয়ে দিয়েছে। বুধবার (২২ অক্টোবর) কারওয়ান বাজার স্টেশনেও এ সংক্রান্ত নোটিশ দেখা যায়।
ডিএমটিসিএলের পক্ষ থেকে দেওয়া নোটিশে স্পষ্ট জানানো হয়েছে:
‘সম্মানিত যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমানে একই স্টেশনে বিনা ভাড়ায় এন্ট্রি এক্সিট বন্ধ আছে। একই স্টেশনে এন্ট্রি করে এক্সিট করলে ১০০ টাকা ভাড়া কাটা হবে। আদেশক্রমে—ডিএমটিসিএল কর্তৃপক্ষ।’
কারওয়ান বাজার স্টেশনের একজন কর্মকর্তা নতুন এই সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করে জানান, এখন থেকে স্টেশনের ভেতর দিয়ে বিনামূল্যে প্রবেশ ও বের হওয়ার (ফ্রি এন্ট্রি-এক্সিট) সুবিধা নেওয়া যাবে না। ২০ অক্টোবর থেকে এই নিয়ম কার্যকর হয়েছে।