শুক্রবার ২৯ আগস্ট, ২০২৫

ভ্যাপসা গরমে অস্বস্তি, লঘুচাপের প্রভাবে বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা

রাইজিং ডেস্ক

Rising Cumilla - RAINY DAY
বৃষ্টির সম্ভাবনা/প্রতীকি ছবি এআই/রাইজিং কুমিল্লা

সারাদেশে ভ্যাপসা গরম আর অস্বস্তিকর তাপমাত্রা থেকে কিছুটা স্বস্তি পাওয়ার আশা জাগিয়ে নতুন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হলেও গরমের তীব্রতা এখনও কমেনি, যা নগরবাসীকে হাঁসফাঁস করাচ্ছে। তবে আগামী দিনগুলোতে এই অবস্থার পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের সই করা বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, উত্তরপশ্চিম বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলীয় এলাকায় একটি সুস্পষ্ট লঘুচাপ ছিল, যা এখন পশ্চিম-উত্তরপশ্চিম দিকে এগিয়ে লঘুচাপ হিসেবে ওড়িশা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে অবস্থান করছে। এই লঘুচাপটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ এখন রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, লঘুচাপের কেন্দ্র এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। ফলে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে এটি প্রবল অবস্থায় রয়েছে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকবে।

শুক্রবারের পূর্বাভাসে বলা হয়েছে, সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা আছে। এই দিন সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

শনিবারের পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কিছু অংশে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এই দিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আরও পড়ুন