রবিবার ২৫ জানুয়ারি, ২০২৬

ভূমিকম্পের পর উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে সতর্কতা জারি

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla -Low pressure area in the Bay of Bengal
বঙ্গোপসাগরে লঘুচাপ/ছবি: সংগৃহীত

গভীর রাতে দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে বঙ্গোপসাগর। মাত্র ২২ মিনিটের ব্যবধানে রিখটার স্কেলে ৬-এর বেশি মাত্রার দুটি কম্পন হয়। তবে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়েছে, এসব ভূমিকম্পে কোনো সুনামির আশঙ্কা নেই এবং এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।

এদিকে দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও শ্রীলঙ্কা উপকূলে অবস্থানকারী লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে এবং দেশের চারটি সমুদ্রবন্দরে দূরবর্তী সতর্ক সংকেত জারি করা হয়েছে। নৌকা ও মাছ ধরার ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে প্রকাশিত আবহাওয়ার বিশেষ ১ নম্বর বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ২০৬০ কিলোমিটার, কক্সবাজার থেকে ২০০০ কিলোমিটার, মোংলা থেকে ১৯৭৫ কিলোমিটার এবং পায়রা থেকে ১৯৬০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছে। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।

নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটার বিস্তারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে সর্বোচ্চ ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাচ্ছে।

এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে গভীর সমুদ্রে বিচরণ না করার নির্দেশনা জারি করা হয়েছে।

আরও পড়ুন