বুধবার ২৬ নভেম্বর, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় জেলের বরশিতে ধরা পড়লো প্রায় ৯ কেজি চিতল

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Nearly 9 kg of chital seized in Brahmanbaria jail
ব্রাহ্মণবাড়িয়ায় জেলের বরশিতে ধরা পড়লো প্রায় ৯ কেজি চিতল/ ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জেলের বরশিতে ধরা পড়েছে ৯ কেজি ২০০ গ্রাম ওজনের একটি বিশাল চিতল মাছ। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে উপজেলার গোয়ালনগর এলাকার মেঘনা নদীতে বরশি ফেলেন জেলে আনিস মিয়া। সেখানেই তাঁর বরশিতে ধরা পড়ে বিশাল আকৃতির মাছটি।

পরদিন বুধবার (২৬ নভেম্বর) সকালে আনিস মিয়া মাছটি নিয়ে যান নাসিরনগর সদরের মৎস্য আড়তে। সেখানে তিনি প্রতি কেজি ৭২০ টাকা দরে মাছটি স্থানীয় এক আড়তদারের কাছে বিক্রি করেন।

স্থানীয় সাংবাদিক মিহির দেব জানান, হাওড়বেষ্টিত নাসিরনগর উপজেলা দেশীয় মাছের জন্য দীর্ঘদিন ধরেই পরিচিত। এখানকার হাওড় ও মেঘনা নদীতে সারা বছর বিভিন্ন জাতের মাছ ধরা পড়ে। স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি এসব মাছ জেলা সদরসহ আশপাশের এলাকাতেও সরবরাহ করা হয়।

তিনি আরও জানান, বড় আকারের দেশীয় চিতল মাছ এখন তুলনামূলক কম পাওয়ায় জেলেদের কাছে এ ধরনের মাছ একটি বড় অর্জন হিসেবেই ধরা হয়। মঙ্গলবার রাতে আনিস মিয়ার বরশিতে ধরা পড়া এই চিতল মাছ স্থানীয় এলাকায় বিশেষ আগ্রহের সৃষ্টি করেছে।

আরও পড়ুন