
রাইজিং কুমিল্লা ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জেলের বরশিতে ধরা পড়েছে ৯ কেজি ২০০ গ্রাম ওজনের একটি বিশাল চিতল মাছ। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে উপজেলার গোয়ালনগর এলাকার মেঘনা নদীতে বরশি ফেলেন জেলে আনিস মিয়া। সেখানেই তাঁর বরশিতে ধরা পড়ে বিশাল আকৃতির মাছটি।
পরদিন বুধবার (২৬ নভেম্বর) সকালে আনিস মিয়া মাছটি নিয়ে যান নাসিরনগর সদরের মৎস্য আড়তে। সেখানে তিনি প্রতি কেজি ৭২০ টাকা দরে মাছটি স্থানীয় এক আড়তদারের কাছে বিক্রি করেন।
স্থানীয় সাংবাদিক মিহির দেব জানান, হাওড়বেষ্টিত নাসিরনগর উপজেলা দেশীয় মাছের জন্য দীর্ঘদিন ধরেই পরিচিত। এখানকার হাওড় ও মেঘনা নদীতে সারা বছর বিভিন্ন জাতের মাছ ধরা পড়ে। স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি এসব মাছ জেলা সদরসহ আশপাশের এলাকাতেও সরবরাহ করা হয়।
তিনি আরও জানান, বড় আকারের দেশীয় চিতল মাছ এখন তুলনামূলক কম পাওয়ায় জেলেদের কাছে এ ধরনের মাছ একটি বড় অর্জন হিসেবেই ধরা হয়। মঙ্গলবার রাতে আনিস মিয়ার বরশিতে ধরা পড়া এই চিতল মাছ স্থানীয় এলাকায় বিশেষ আগ্রহের সৃষ্টি করেছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC