
কুমিল্লার লালমাইয়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রিয়াজ উদ্দিন (৩১) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বাবার অসুস্থতার খবর শুনে ছুটি নিয়ে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। গতকাল শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত পৌনে ১২টার দিকে উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের বাগমারা-মগবাড়ি সড়কের পশ্চিম চেঙ্গাহাটা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রিয়াজ উদ্দিন চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের ঘড়িমন্ডল গ্রামের বেলাল হোসেনের ছেলে।
তিনি লালমাই থানায় কম্পিউটার অপারেটর পদে কর্মরত ছিলেন। গত ১৫ আগস্ট তিনি লালমাই থানায় যোগদান করেন। এর আগে তিনি হবিগঞ্জ জেলায় কর্মরত ছিলেন। ২০১৩ সালের মার্চ মাসে তিনি বাংলাদেশ পুলিশে যোগদান করেন।
নিহত পুলিশ সদস্য রিয়াজ উদ্দিনের বাবা বেলাল হোসেন বলেন, ছেলে আমার অসুস্থতার খবর শুনে বাড়ি আসছিল। পথেই দুর্ঘটনায় তার ছেলে মারা গেল। রিয়াজ তার স্ত্রী, এক ছেলে এবং এক মেয়ে রেখে গেছেন। তিনি সবার কাছে তার ছেলের জন্য দোয়া চেয়েছেন।
পরিবার এবং পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে বাড়ির উঠানে পড়ে রিয়াজের বাবা বেলাল হোসেনের একটি হাত ভেঙে যায়। এই খবর শুনে রিয়াজ শনিবার রাতে ছুটি নিয়ে নিজের মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। কর্মস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে পশ্চিম চেঙ্গাহাটা মোড়ে পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তিনি সড়কের পাশের ডোবায় পড়ে যান।
স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রিয়াজের বাবা বেলাল হোসেন বলেন, “ছেলে ছুটি নিয়ে আমাকে দেখতে বাড়ি আসছিল। কিন্তু আল্লাহ তাকে চিরস্থায়ী ছুটিতে পাঠালেন।”
লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শহীদুল ইসলাম জানান, কম্পিউটার অপারেটর রিয়াজ তার বাবার অসুস্থতার খবর পেয়ে বাড়ি যাওয়ার জন্য ছুটি নেন। রাতে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে পশ্চিম চেঙ্গাহাটা মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি পিলারে সজোরে ধাক্কা লাগে। এতে তার মুখমণ্ডল এবং থুতনিতে মারাত্মক আঘাত লাগে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে রিয়াজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কুমিল্লা জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন। এক শোকবার্তায় তিনি রিয়াজের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।