ডিসেম্বর ২৬, ২০২৪

বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর, ২০২৪

বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন দিলেন বিজিবি সদস্যরা

RisingCumilla.Com - BGB members gave one day's salary to flood victims
ছবি: ফেসবুক

বন্যার্তদের সহায়তায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সব পদবীর সদস্যদের একদিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেওয়া হয়েছে।

শুক্রবার (২৩ আগস্ট) বাহিনীর সব সদস্য একদিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে অনুদান হিসেবে দেন।

বিজিবি সদস্যরা তাদের একদিনের বেতন দেয়ার পাশাপাশি বন্যার্ত এলাকাগুলোতে নিরলসভাবে উদ্ধার ও ত্রাণ বিতরণের কাজ চালিয়ে যাচ্ছেন।

এছাড়া বিজিবি বন্যার্তদের সহায়তায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কাছে ৫০০টি পরিবারের মাঝে বিতরণের জন্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী হস্তান্তর করেছে।

এদিকে বিজিবির বিভিন্ন রিজিয়ন, সেক্টর ও ব্যাটালিয়নের উদ্যোগে দেশের উত্তর-পূর্ব অঞ্চলের বন্যা দুর্গত এলাকার অসহায় মানুষদের উদ্ধার কার্যক্রম, ত্রাণ সামগ্রী বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হচ্ছে।

এর আগে বাংলাদেশ সেনাবাহিনী, নৌ বাহিনী ও র‍্যাবের সকল সদস্য বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন দেয়ার ঘোষণা দেন।