মে ৯, ২০২৫

শুক্রবার ৯ মে, ২০২৫

“বজ্রপাত”

বজ্রপাত কবিতা
বজ্রপাত কবিতা

বৃষ্টি বুঝি আসবে গায়ে
লাগছে গরম তাপ,
আকাশে ঐ দেখা যায় রে
মেঘের কালো ছাপ।

ঐ যে দেখো বিদুৎ চমকায়
মনে লাগছে ডর,
গতিবেগে এখন বুঝি
আসবে কঠিন ঝড়।

শোনা যাচ্ছে বজ্রপাতের
গুড়ুম গুড়ুম ডাক,
বুকটা কেঁপে উঠে রে ভাই
ঘরে যাওয়া যাক।

বজ্রপাতে খুব সহজে
হতে পারি আমরা লাশ,
সময় থাকতে সতর্ক হই
নয়তো হবে জীবন নাশ।

 

শেখ সজীব আহমেদ
মালদ্বীপ প্রবাসী
টঙ্গীবাড়ি, মুন্সীগঞ্জ

আরও পড়ুন