আজ শনিবার (১০ সেপ্টেম্বর) দুই দিনের সফরে বাংলাদেশে আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ। নয়াদিল্লিতে জি-২০ সম্মেলন শেষে বিকেলে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তিনি।
সন্ধ্যা সাড়ে ৭টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফরাসি প্রেসিডেন্ট পৌঁছালে তাকে অভ্যর্থনা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফরাসি প্রেসিডেন্টের এই সফরে তার সঙ্গে থাকবেন ইউরোপ ও পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী ক্যাথেরিন কলোন্না।
৩৩ বছর পরে ফ্রান্সের কোনও প্রেসিডেন্টের এটি প্রথম ঢাকা সফর। তবে ১৯৯০ সালে ফ্রাঁসোয়া মিতেরার সফরের সঙ্গে এই সফরের গুণগত অনেক পার্থক্য রয়েছে। কারণ, গত ৩০ বছরে অনেক পথ পাড়ি দিয়ে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি।
ইমানুয়েল ম্যাক্রোঁ ঢাকায় পৌঁছানোর পর রাতে রাষ্ট্রীয় ভোজে অংশগ্রহণ করবেন। নৈশভোজের পর রাতের ঢাকা দেখার কথা রয়েছে তার। এর অংশ হিসাবে ধানমন্ডি ভ্রমণ করতে পারেন তিনি।
এছাড়াও শেখ হাসিনা ও ইমানুয়েল ম্যাকরনের যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেয়ার কথা রয়েছে। ফরাসি প্রেসিডেন্টের আমন্ত্রণে ২০২১ সালের নভেম্বরে ফ্রান্স সফর করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।