বুধবার ২৬ নভেম্বর, ২০২৫

পোস্টাল ব্যালটে ভোট দিতে উচ্ছ্বসিত প্রবাসীরা, নিবন্ধনে দক্ষিণ কোরিয়া শীর্ষে, যুক্তরাষ্ট্র তৃতীয়

নিজস্ব প্রতিবেদক

lead
নির্বাচন কমিশন (ইসি) ভবন/ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। নির্বাচন কমিশন (ইসি) নেওয়া এই যুগান্তকারী সিদ্ধান্তে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক সাড়া দেখা গেছে।

ইসির ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, গতকাল মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে বিশ্বের বিভিন্ন অঞ্চলের মোট ৩২ হাজার ৮১১ জন প্রবাসী ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন। নিবন্ধনকারীদের মধ্যে ২৮ হাজার ৫১৬ জন পুরুষ এবং ৪ হাজার ২৯৫ জন নারী ভোটার রয়েছেন।

দেশভিত্তিক নিবন্ধন পরিসংখ্যান

  • দক্ষিণ কোরিয়া: ৮,৫৫৮ জন

  • জাপান: ৫,৭৯২ জন

  • যুক্তরাষ্ট্র: ৪,৪৮৭ জন

  • দক্ষিণ আফ্রিকা: ৩,৬৫৬ জন

  • অস্ট্রেলিয়া: ২,৯৫৮ জন

  • কানাডা: ২,৭৫৮ জন

  • চীন: ১,৫৫৫ জন

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ উদ্যোগকে দেশের নির্বাচনের ইতিহাসে একটি বড় অগ্রগতি হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানান, শুধু প্রবাসী বাংলাদেশি নয়, দেশের ভেতরে নির্বাচনী এলাকায় অনুপস্থিত সরকারি কর্মকর্তা, আইনি হেফাজতে থাকা ভোটার এবং নিজ এলাকা থেকে দূরে কর্মরত সরকারি চাকুরিজীবীদের জন্যও ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং (আইসিপিভি) চালু করা হয়েছে, যা প্রায় ১০ লাখ ভোটারকে সুবিধা দেবে।

নিবন্ধন সময়সূচি ও ধাপসমূহ

১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) আনুষ্ঠানিকভাবে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করেন এবং ১৪৮টি দেশে নিবন্ধনের সময়সূচি ঘোষণা করেন।

  • প্রথম ধাপ: ১৯–২৩ নভেম্বর (পূর্ব এশিয়া, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা) — সম্পন্ন

  • দ্বিতীয় ধাপ: ২৪–২৮ নভেম্বর (উত্তর আমেরিকা, ওশেনিয়া) — চলমান

  • ইউরোপ: ২১ নভেম্বর–৩ ডিসেম্বর

  • সৌদি আরব: ৪–৮ ডিসেম্বর

  • দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়া: ৯–১৩ ডিসেম্বর

  • মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ: ১৪–১৮ ডিসেম্বর

বিদেশে পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন করতে হলে ভোটারকে অবশ্যই যে দেশ থেকে ভোট দেবেন সেই দেশের বৈধ মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ডাউনলোড করে বাংলা বা ইংরেজি ভাষা নির্বাচন করে প্রয়োজনীয় নির্দেশনা, নথি জমা এবং ভোটদানের আবেদন সম্পন্ন করা যাবে।

আরও পড়ুন