নভেম্বর ২৪, ২০২৪

রবিবার ২৪ নভেম্বর, ২০২৪

পাঠ্যক্রমে অন্তর্ভূক্ত হচ্ছে জুলাই অভ্যুত্থানের ইতিহাস

Rising Cumilla - Begum Rokeya University Buses
ছবি: প্রতিনিধি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) সকল বিভাগে বাংলাদেশ স্টাডিজ নামক কোর্সে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের ইতিহাস অন্তুর্ভুক্ত করা হচ্ছে।

বুধবার (৩০ অক্টোবর) অনুষ্ঠিত ৪৯তম একাডেমিক কাউন্সিলের সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তী সিন্ডিকেট সভায় বিষয়টি চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে বলে আশা প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: শওকাত আলী।

উপাচার্য বলেন, ‘জুলাই বিপ্লবের ইতিহাস ২০২৪’ পাঠ্যক্রমে অন্তর্ভূক্ত করা হলে, শিক্ষার্থীরা সমকালীন ইতিহাসের ঘটনাপ্রবাহের সাথে পরিচিত হবে। একই সাথে জাতীয় চেতনা ও সংগ্রামের মর্মার্থও উপলব্ধি করতে পারবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ, ন্যায়বিচারের প্রতি শ্রদ্ধা এবং সামাজিক দায়বদ্ধতা তৈরি হবে।

একাডেমিক কাউন্সিলের একাধিক সদস্য বলেন, “জুলাই অভ্যুত্থান ২০২৪” সকল বিভাগে বাংলাদেশ স্টাডিজ নামক কোর্সে অন্তর্ভূক্ত করার প্রস্তাব করেন। উক্ত বিষয়ে বিস্তারিত পর্যালোচনা শেষে সভায় ঐক্যমতের ভিত্তিতে পরবর্তী সেশন থেকে পাঠ্যক্রমে অন্তর্ভূক্তির সিদ্ধান্ত হয়।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. মোঃ ইলিয়াছ প্রামণিক বলেন, শিক্ষার্থীদের মধ্যে সামাজিক দায়বদ্ধতা এবং দায়িত্বশীলতা সৃষ্টির জন্য ‘জুলাই অভ্যুত্থান-২০২৪’ একটি আদর্শ বিষয়। এই সংযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আরও দায়িত্বশীল ও সচেতন করে তুলবে এবং জাতীয় ঐক্যের আদর্শে তাদের উদ্বুদ্ধ করবে।