মার্চ ১২, ২০২৫

বুধবার ১২ মার্চ, ২০২৫

পাচার হওয়া কয়েক শ কোটি ডলার এ বছরই ফিরবে, আশা অর্থ উপদেষ্টার

Financial advisor hopes billions of dollars laundered will be returned this year
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের আমলে দেশে থেকে যে হাজার হাজার কোটি ডলার পাচার হয়ে গেছে, এর মধ্যে কয়েক শ কোটি ডলার চলতি বছরই ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশার কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (১১ মার্চ) সচিবালয়ে ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান।

অর্থ উপদেষ্টা বলেন, পাচারের অর্থ ফেরত আনতে হলে কিছু আইনি প্রক্রিয়া মানতে হবে। এজন্য একটি বিশেষ আইন করার উদ্যোগ রয়েছে অন্তর্বর্তী সরকারের। শিগগিরই যা অধ্যাদেশ আকারে জারি হবে।

অর্থ ফেরত আনতে প্রায় ২০০টি আইনি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, এদের মধ্যে প্রায় ৩০টি আইনি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করবে সরকার।

সালেহউদ্দিন বলেন, পাচারের সঙ্গে জড়িতরা বিভিন্ন দেশে আছেন, এখানে কতগুলো আইনের পদক্ষেপও রয়েছে। আবার সে আইনের পদক্ষেপগুলো বিদেশের সঙ্গেও জড়িত। অনেক বিষয় মাথায় রেখে কাজ করতে হচ্ছে।

অর্থ ফেরাতে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তি করতে হবে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, এ বিষয়ে নেক্সট মাসে আর একটু বেটার জানতে পারবেন।