সোমবার ৮ ডিসেম্বর, ২০২৫

পদ্মা নদীতে ধরা পড়লো ১৪.৫ কেজির ‘ঢাই’ মাছ, দাম কত?

রাইজিং ডেস্ক

Rising Cumilla -A 14.5 kg 'Dhai' fish was caught in the Padma River, what is the price
পদ্মা নদীতে/ছবি: সংগৃহীত

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে একটি বিশাল আকারের ঢাই মাছ ধরা পড়েছে। জেলে সোনাই হালদারের জালে এই মাছটি ধরা পড়েছিল।

মাছটির ওজন ১৪ কেজি ৫০০ গ্রাম, এবং এর দাম হাঁকা হয়েছে ৫৯ হাজার ৪৫০ টাকা!

ঘটনাটি ঘটে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে। দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা মাছটি কিনে নেন। তিনি মাছটি দৌলতদিয়ার মাছ বাজারের আড়তদার আনুখাঁর কাছ থেকে ক্রয় করেন।

এ বিষয়ে মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা জানান, মঙ্গলবার সকালে তিনি ১৪ কেজি ৫০০ গ্রাম ওজনের ঢাই মাছটি ৪ হাজার ১শ টাকা কেজি দরে কিনেছেন, যার মোট দাম দাঁড়িয়েছে ৫৯ হাজার ৪৫০ টাকা। তিনি আরও বলেন, এখন তিনি মোবাইল ফোনের মাধ্যমে কেজিতে সামান্য লাভ রেখে মাছটি বিক্রি করে দেবেন।

আরও পড়ুন