
রাইজিং ডেস্ক
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে একটি বিশাল আকারের ঢাই মাছ ধরা পড়েছে। জেলে সোনাই হালদারের জালে এই মাছটি ধরা পড়েছিল।
মাছটির ওজন ১৪ কেজি ৫০০ গ্রাম, এবং এর দাম হাঁকা হয়েছে ৫৯ হাজার ৪৫০ টাকা!
ঘটনাটি ঘটে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে। দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা মাছটি কিনে নেন। তিনি মাছটি দৌলতদিয়ার মাছ বাজারের আড়তদার আনুখাঁর কাছ থেকে ক্রয় করেন।
এ বিষয়ে মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা জানান, মঙ্গলবার সকালে তিনি ১৪ কেজি ৫০০ গ্রাম ওজনের ঢাই মাছটি ৪ হাজার ১শ টাকা কেজি দরে কিনেছেন, যার মোট দাম দাঁড়িয়েছে ৫৯ হাজার ৪৫০ টাকা। তিনি আরও বলেন, এখন তিনি মোবাইল ফোনের মাধ্যমে কেজিতে সামান্য লাভ রেখে মাছটি বিক্রি করে দেবেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC