জানুয়ারি ১৫, ২০২৫

বুধবার ১৫ জানুয়ারি, ২০২৫

দুবাই অ্যাপার্টমেন্ট ব্লকে অগ্নিকাণ্ডে নিহত ১৬

দুবাই অ্যাপার্টমেন্ট ব্লকে অগ্নিকাণ্ডে নিহত ১৬
দুবাই অ্যাপার্টমেন্ট ব্লকে অগ্নিকাণ্ডে নিহত ১৬

দুবাইয়ে একটি আবাসিক ভবনে আগুনে ১৬ জনের প্রাণহানি ও ৯ জন আহত হয়েছে। স্থানীয় গণমাধ্যম একথা জানায়।

শনিবার দুপুরে নগরীর পুরাতন এলাকার আল-রাস পাড়ায় একটি ভবনের চতুর্থ তলায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর এএফপি’র।

বেসামরিক প্রতিরক্ষা বাহিনী, সংযুক্ত আরব আমিরাতের মিডিয়ার উদ্ধৃতি দিয়ে এক বিবৃতিতে বলেছে প্রাথমিক তদন্তে দেখা গেছে ভবন সুরক্ষা ও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থার অভাবই আগুন লাগার কারণ। দুবাইয়ের জনসংখ্যা প্রায় ৩৩ লাখ। এর প্রায় ৯০ শতাংশ বিদেশী।

হতাহতদের জাতীয়তা প্রকাশ করা হয়নি।