দুবাইয়ে একটি আবাসিক ভবনে আগুনে ১৬ জনের প্রাণহানি ও ৯ জন আহত হয়েছে। স্থানীয় গণমাধ্যম একথা জানায়।
শনিবার দুপুরে নগরীর পুরাতন এলাকার আল-রাস পাড়ায় একটি ভবনের চতুর্থ তলায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর এএফপি’র।
বেসামরিক প্রতিরক্ষা বাহিনী, সংযুক্ত আরব আমিরাতের মিডিয়ার উদ্ধৃতি দিয়ে এক বিবৃতিতে বলেছে প্রাথমিক তদন্তে দেখা গেছে ভবন সুরক্ষা ও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থার অভাবই আগুন লাগার কারণ। দুবাইয়ের জনসংখ্যা প্রায় ৩৩ লাখ। এর প্রায় ৯০ শতাংশ বিদেশী।
হতাহতদের জাতীয়তা প্রকাশ করা হয়নি।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC