মঙ্গলবার ২ ডিসেম্বর, ২০২৫

তিন ধরনের মুঠোফোন বন্ধ করতে যাচ্ছে সরকার

রাইজিং ডেস্ক

Rising Cumilla -Mobile phone
মোবাইল ফোন/প্রতীকি ছবি/সংগৃহীত

অবৈধ মোবাইল ফোন বিক্রি ও ব্যবহার নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। আগামী ১৬ ডিসেম্বর থেকে দেশে অনিবন্ধিত সব হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেওয়া হবে। মূলত ক্লোন করা, অবৈধভাবে আমদানিকৃত ও চোরাচালানকৃত ফোনের দৌরাত্ম্য কমাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বর্তমানে চালু থাকা ফোনের কী হবে? গ্রাহকদের উদ্বেগের কোনো কারণ নেই। বর্তমানে সাধারণ মানুষের হাতে যেসব ফোন চালু রয়েছে, সেগুলো নিবন্ধিত না থাকলেও বন্ধ হবে না। অর্থাৎ, ১৬ ডিসেম্বরের আগে কেনা অবৈধ বা অনিবন্ধিত ফোনগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধের তালিকার বাইরে থাকবে।

সরকারের অবস্থান ও সতর্কতা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব গতকাল এক ফেসবুক পোস্টে সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরেন। তিনি বলেন, “আমরা ক্লোন করা, অবৈধভাবে আমদানিকৃত ও চোরাচালানকৃত ফোন বন্ধ করব ইনশাআল্লাহ। এখানে কোনো ছাড় দেওয়া হবে না।”

রেজিস্ট্রেশন প্রক্রিয়া সহজ করার উদ্যোগ সাধারণ নাগরিকদের ভোগান্তি কমাতে রেজিস্ট্রেশন, ডি-রেজিস্ট্রেশন এবং রি-রেজিস্ট্রেশন পদ্ধতিগুলো কীভাবে আরও সহজ করা যায়, তা নিয়ে সরকার কাজ করছে বলে জানান ফয়েজ তৈয়্যব।

ব্যবহারকারীদের অভয় দিয়ে তিনি জানান, যদি আপনার ব্যবহৃত ফোনটি ক্লোন করা না হয় এবং তাতে আপনার নিজের নামে নিবন্ধিত সিম ব্যবহার করেন, তবে কখনোই কোনো ঝামেলায় পড়তে হবে না। তাই সিম সব সময় নিজের নামে রেজিস্ট্রেশন রাখার পরামর্শ দিয়েছেন তিনি।

প্রবাসীদের জন্য নিয়ম প্রবাসীদের ফোন আনার বিষয়েও স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। ফয়েজ তৈয়্যব বলেন, “আপনার ব্যবহার করা সিমটা নিজের নামে থাকলে রেজিস্ট্রেশন পদ্ধতি খুব সহজ। প্রবাসীরা বাইরে থেকে নিয়ম মেনে একটি বা দুটি ফোন ফ্রি আনবেন এবং নিয়ম মেনে রেজিস্ট্রেশন করবেন। এতে কোনো ঝামেলা হবে না।”

তবে দুটির বেশি ফোন আনার ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিদ্যমান নিয়ম অনুযায়ী নির্দিষ্ট ফি প্রদান করতে হবে।

বৈধ ফোনের দাম কমানোর আশ্বাস গ্রাহকদের স্বার্থ বিবেচনায় বৈধ মোবাইল ফোনের দাম কমানোর বিষয়েও সরকার আন্তরিক। এ প্রসঙ্গে ফয়েজ তৈয়্যব তার পোস্টে উল্লেখ করেন, বৈধ মোবাইল ফোনের দাম কমাতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন