মঙ্গলবার ৪ নভেম্বর, ২০২৫

জোট হলেও নিজ দলের প্রতীকেই ভোট করতে হবে

রাইজিং কুমিল্লা অনলাইন

Rising Cumilla - Bangladesh Election Commission
ছবি: সংগৃহীত/গ্রাফিক্স: রাইজিং কুমিল্লা

নিবন্ধিত রাজনৈতিক দলগুলো জোটবদ্ধ হলেও তাদের মনোনীত প্রার্থীদের নিজ দলের প্রতীক ব্যবহার করেই ভোট করতে হবে—এমন বিধান রেখেই সরকার বহুল আলোচিত গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন অধ্যাদেশ, ২০২৫ জারি করেছে।

সোমবার (আইন মন্ত্রণালয়) এই সংশোধিত অধ্যাদেশের গেজেট জারি করেছে। এর মাধ্যমে আরপিওর ২০ ধারার সংশোধনীটি কার্যকর হলো।

এই বিধানটি নিয়ে কিছুদিন ধরেই রাজনৈতিক অঙ্গনে টানাপোড়েন চলছিল। গত ২৩ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে আরপিও সংশোধন অধ্যাদেশের খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছিল। এরপরই জোট মনোনীত প্রার্থীকে নিজ দলের প্রতীকে ভোট করার এই বিধান নিয়ে আপত্তি তুলেছিল প্রধান বিরোধী দল বিএনপি। অন্যদিকে, জামায়াত ও এনসিপি এই ২০ ধারার সংশোধন বহাল রাখার জোর দাবি জানিয়েছিল।

এই সংশোধনের ফলস্বরূপ, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে একাধিক নিবন্ধিত দল জোট গঠন করলেও তাদের মনোনীত কোনো প্রার্থী জোটের বড় দলের বা অন্য কোনো শরিক দলের প্রতীকে ভোট করতে পারবেন না। প্রত্যেক প্রার্থীকে তার নিজ নিজ দলের প্রতীকেই প্রতিদ্বন্দ্বিতা করতে হবে।

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) এই সংশোধনীসহ আরও একগুচ্ছ পরিবর্তন আনা হয়েছে।

আরপিও সংশোধিত হওয়ায় এর আলোকে দল ও প্রার্থীর আচরণ বিধিমালাও দ্রুতই জারি করবে নির্বাচন আয়োজনকারী সংস্থা, নির্বাচন কমিশন (ইসি)।

আরও পড়ুন