বৃহস্পতিবার ১৩ নভেম্বর, ২০২৫

জুয়া ও অনলাইন গ্রুপে টাকা খুইয়ে আত্মগোপন, খোঁজ মিলল বাংলাদেশ ব্যাংকের সেই কর্মকর্তার

রাইজিং কুমিল্লা অনলাইন

Rising Cumilla -Bangladesh Bank official found hiding after losing money in gambling and online groups
জুয়া ও অনলাইন গ্রুপে টাকা খুইয়ে আত্মগোপন, খোঁজ মিলল বাংলাদেশ ব্যাংকের সেই কর্মকর্তার/ছবি: সংগৃহীত

নিখোঁজ হওয়ার দুই দিন পর অবশেষে বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক নাইম রহমানকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে তাকে মাদারীপুর থেকে উদ্ধার করা হয়। এর আগে তিনি নিখোঁজ হওয়ার পর তার পরিবারের পক্ষ থেকে রাজধানীর মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল।

মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজ্জাদ রোমন বিষয়টি নিশ্চিত করে জানান, নাঈম রহমান স্বেচ্ছায় আত্মগোপনে গিয়েছিলেন। তিনি বিভিন্ন স্থান থেকে ঋণ গ্রহণ করে তা দিয়ে বেশি লাভের আশায় জুয়া খেলাসহ হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের নানা গ্রুপে বিনিয়োগ করেছিলেন। তবে সেই বিনিয়োগের টাকা ফেরত না পাওয়ায় হতাশা থেকে তিনি আত্মগোপনে যান।

ওসি রোমন আরও বলেন, “মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে মাদারীপুরের একটি আবাসিক হোটেল থেকে তাকে উদ্ধার করা হয়।”

উদ্ধারের পর নাইম রহমানকে নিয়ে তার মা বাসায় ফিরছেন বলে নিশ্চিত করেছেন। তিনি জানান, “ছেলেকে নিয়ে বাসায় যাচ্ছি। আমরা এখনও তাকে কিছু জিজ্ঞেস করিনি, কারণ তার মানসিক অবস্থা এখন ভালো নয়।”

নাইম রহমান গত রোববার সকালে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। তিনি তার পরিবারের সঙ্গে রাজধানীর মিরপুরের উত্তর পীরেরবাগ এলাকায় বসবাস করেন। নিখোঁজ হওয়ার পর তার বাবা সাজ্জাদ রহমান জলি মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জানা গেছে, গত রোববার অফিসে যাওয়ার পর নাইম রহমান নিজের ব্যাগ ও পরিচয়পত্র প্রধান কার্যালয়ে রেখে বেরিয়ে যান। এরপর থেকেই তার আর খোঁজ পাওয়া যাচ্ছিল না।

আরও পড়ুন