রবিবার ২৬ অক্টোবর, ২০২৫

জানুয়ারি মাসেই নতুন পাঠ্যবই হাতে পাবেন শিক্ষার্থীরা: অর্থ উপদেষ্টা

রাইজিং ডেস্ক

জানুয়ারি মাসেই নতুন পাঠ্যবই হাতে পাবেন শিক্ষার্থীরা: অর্থ উপদেষ্টা/ছবি: সংগৃহীত

অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ জানিয়েছেন, আগামী শিক্ষাবর্ষে জানুয়ারি মাসেই শিক্ষার্থীরা নতুন পাঠ্যবই হাতে পাবেন।

তিনি বলেন, বই ছাপানোর দায়িত্ব কারা পাবেন, তা চূড়ান্ত করার কাজ চলতি মাসেই সম্পন্ন হবে।

রোববার (২১ সেপ্টেম্বর) সচিবালয়ে ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা বলেন, গত বছরে বই ছাপানোর কাজে কিছু অনিয়মের অভিযোগ ছিল। যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, এবার তাদের কাজ দেওয়া হবে না।

আরও পড়ুন