সোমবার ২৬ জানুয়ারি, ২০২৬

ছড়া-কবিতা: খুন-খারাবি

শেখ সজীব আহমেদ

খুন-খারাবি
মাদকদ্রব্য//ছবি: সংগৃহীত

দেশে কথা ভাবলে আমার
আসে চোখে জল,
বুকটা ফেটে কান্না আসে
হারাই মনোবল!

একের পর এক অপকর্ম
দেশে চলছে খুব,
প্রতিবাদ নেই কোন ওরে
সবাই কেন চুপ?

স্বাধীন দেশে স্বাধীনতা
পাই না করে খোঁজ,
চলছে দেশে অতি ধর্ষণ,
খুন-খারাবি রোজ!

দেশে আইন আছে আইনের
সঠিক প্রয়োগ নাই;
অন্যায়কারী অন্যায় করে
ছাড় পেয়ে যায় তাই।

 

নাম:শেখ সজীব আহমেদ
আউটশাহী, টঙ্গীবাড়ি, মুন্সীগঞ্জ
মোবাইল নম্বর:+৯৬০৯১২৩২৩১
আরও পড়ুন