
বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও কিছুটা উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে। এটি বর্তমানে বাংলাদেশের নিকটতম উপকূল থেকে প্রায় ১ হাজার ৬০০ কিলোমিটার দূরে রয়েছে। ফলে এ নিম্নচাপের বাংলাদেশে আঘাত হানার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে সংস্থাটি।
তবে গভীর নিম্নচাপটির দূরবর্তী প্রভাবে ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে আকাশে হালকা মেঘ দেখা গেছে। এর প্রভাবে গতকাল থেকেই দেশের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে শীতের তীব্রতা কিছুটা কমেছে, যা আজও অব্যাহত থাকতে পারে।
বিডব্লিউওটির পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপের দূরবর্তী প্রভাবে আগামীকাল সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে আগামীকাল সন্ধ্যার পর থেকে এর অবশিষ্টাংশের প্রভাবে দেশের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে মেঘের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে।
এতে আগামীকাল সন্ধ্যা থেকে পরশু, অর্থাৎ ১১ তারিখের দুপুর বা বিকাল পর্যন্ত দেশের মধ্য ও দক্ষিণাঞ্চলে আংশিক থেকে প্রধানত মেঘলা আবহাওয়া বিরাজ করতে পারে। তবে এ সময় বৃষ্টিপাতের সম্ভাবনা কম।
আগামী ১২ তারিখ থেকে আকাশ ধীরে ধীরে পরিষ্কার হতে পারে। এর ফলে রাতের তাপমাত্রা আবারও কিছুটা কমে আসতে পারে এবং সর্বনিম্ন তাপমাত্রা হ্রাস পাওয়ায় শীতের অনুভূতি বৃদ্ধি পেতে পারে।
এছাড়া ১৩ তারিখ থেকে রংপুর, রাজশাহী, খুলনা, ঢাকা ও সিলেট বিভাগের দু–একটি স্থানে সাময়িক সময়ের জন্য রাতের সর্বনিম্ন তাপমাত্রা ৭ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে আসতে পারে। একই সঙ্গে ১৪ ও ১৫ তারিখ থেকে দেশের বেশ কিছু এলাকায় আবারও মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছে বিডব্লিউওটি।









