বৃহস্পতিবার ১৩ নভেম্বর, ২০২৫

খেলোয়াড়রা যদি সহযোগিতা না করে, কমিশনের নিরপেক্ষতা ক্ষুণ্ন হবে: সিইসি

রাইজিং কুমিল্লা অনলাইন

Rising Cumilla -If players do not cooperate, the impartiality of the commission will be undermined
খেলোয়াড়রা যদি সহযোগিতা না করে, কমিশনের নিরপেক্ষতা ক্ষুণ্ন হবে: সিইসি/ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সম্প্রতি মন্তব্য করেছেন যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো যদি সহযোগিতা না করে, তাহলে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে এবং সামগ্রিকভাবে পুরো নির্বাচন প্রক্রিয়া তার বিশ্বাসযোগ্যতা হারাবে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলনকক্ষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের সূচনা বক্তব্যে তিনি এই গুরুত্বপূর্ণ কথাগুলো বলেন।

সিইসি বলেন, একটি নির্বাচনে রাজনৈতিক দলগুলো প্রতিদ্বন্দ্বিতা করবে, আর নির্বাচন কমিশন পালন করবে নিরপেক্ষ রেফারির ভূমিকা। কিন্তু তিনি আবারও জোর দিয়ে বলেন, যদি ‘খেলোয়াড়রা’ অর্থাৎ দলগুলো সহযোগিতা না করে, তবে ইসির নিরপেক্ষতা ক্ষুণ্ন হবে এবং পুরো নির্বাচন প্রক্রিয়াই প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে।

আচরণবিধি ভঙ্গের বিষয়ে সিইসি তার উদ্বেগ প্রকাশ করে বলেন, কমিশন কোনোভাবেই এ ক্ষেত্রে ছাড় দেবে না। তিনি উদাহরণ টেনে বলেন, নির্বাচন কমিশন পোস্টার নিষিদ্ধ করলেও সারা ঢাকা শহর পোস্টারে ভরে গেছে। ইসির নিষেধাজ্ঞা সত্ত্বেও শহরের এই চিত্রকে তিনি অনভিপ্রেত বলে আখ্যায়িত করেন। তিনি আরও উল্লেখ করেন, যদি দলগুলো স্বতঃস্ফূর্তভাবে নিজ উদ্যোগে এই পোস্টারগুলো সরিয়ে নেয়, সেটাই হবে সবচেয়ে ভদ্র আচরণ।

প্রধান নির্বাচন কমিশনার জানান, বিশেষ পরিস্থিতি এবং বিশেষ সরকারের অধীনে নির্বাচন আয়োজনের সময় কমিশনের ওপর নানা ধরনের চাপ বিরাজ করছে। এ কারণেই তিনি নির্বাচনে অংশগ্রহণকারী অংশীজনদের কাছে আগের চেয়ে কয়েক গুণ বেশি সহযোগিতা চেয়েছেন।

এছাড়াও, সিইসি এ এম এম নাসির উদ্দিন সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি এই অপব্যবহারকে বর্তমান নির্বাচনী প্রক্রিয়ার জন্য একটি মুসিবত বা বড় বিপদ হিসেবে আখ্যায়িত করেন।

আরও পড়ুন