নভেম্বর ২৬, ২০২৪

মঙ্গলবার ২৬ নভেম্বর, ২০২৪

কেউ রাষ্ট্রদ্রোহে যুক্ত থাকলে তাকে ছাড় দেওয়া হবে না: উপদেষ্টা আসিফ

Rising Cumilla - Anyone involved in sedition will not be exempted said Adviser Asif
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, একটি গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে এখন অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, কেউ যদি রাষ্ট্রদ্রোহের মতো ঘটনায় যুক্ত থাকে, সে যে-ই হোক, যত বড় নেতাই হোক, তাকে কোনোপ্রকার ছাড় দেওয়া হবে না। এক্ষেত্রে, সম্প্রদায় বিবেচনায় নয়, রাষ্ট্রের বিবেচনায় আইনশৃঙ্খলাবাহিনী ব্যবস্থা গ্রহণ করবে।

আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) রংপুরে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তবে কার গ্রেপ্তারের ঘটনায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে, সেটি সরাসরি বলেনি ক্রীড়া উপদেষ্টা। সম্প্রতি রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস। তাকে সোমবার ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার তাঁকে চট্টগ্রামের ষষ্ঠ মহানগর হাকিম আদালতে হাজির করা হলে শুনানি শেষে বিচারক কাজী শরীফুল ইসলাম তার জামিন নাকচ করার আদেশ দেন।

‌‘রাষ্ট্রদ্রোহের মতো ঘটনায় যুক্ত থাকলে কোনোপ্রকার ছাড় দেওয়া হবে না’ জানিয়ে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার ওপর যদি কোনোপ্রকার হস্তক্ষেপ ও আঘাত আসে এবং রাষ্ট্রের প্রতি অবমাননা হয়, রাষ্ট্রদ্রোহের মতো ঘটনা ঘটে, সেক্ষেত্রে সরকার অবশ্যই কঠোর ব্যবস্থা নেবে।

চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের ঘটনাকে ঘিরে সোমবার দেশজুড়ে হিন্দু ধর্মাবলম্বীদের অনেকে বিক্ষোভ করেছেন। আজও তার অনুসারীরা আদালত চত্বরে বিক্ষোভ করেছেন। এদিকে জামিন নামঞ্জুরের আদেশের পর প্রিজন ভ্যান থেকেই চিন্ময় কৃষ্ণ দাস হ্যান্ডমাইকে তাঁর অনুসারীদের শান্তিপূর্ণভাবে আন্দোলন করার আহ্বান জানান।

এক ভিডিওতে চিন্ময় কৃষ্ণ দাসকে বলতে দেখা যায়, রাষ্ট্র অস্থিতিশীল হয় এবং শান্তিপূর্ণ সহাবস্থান নষ্ট হয় আমরা এ রকম কিছু করবো না। আবেগকে সংযত করে, আবেগকে শক্তিতে পরিণত করে শান্তিপূর্ণ আন্দোলন করবেন।