ডিসেম্বর ৩, ২০২৪

মঙ্গলবার ৩ ডিসেম্বর, ২০২৪

কুমিল্লার সীমান্ত দিয়ে ‘ভারতে পাচারের সময়’ ৬২০ কেজি ইলিশ জব্দ

RisingCumilla.Com - 620 kg of hilsa seized 'during smuggling to India' through Cumilla border
ছবি: সংগৃহীত

কুমিল্লার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাচারের সময় ৬২০ কেজি ইলিশ জব্দ করেছে বিজিবি। গতকাল বুধবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কুমিল্লার বুড়িচং উপজেলার খাড়েরা সীমান্ত থেকে ইলিশগুলো জব্দ করা হয়।

বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাহিদা আক্তার বিষয়টি নিশ্চিত করেন। পরে বিজিবির নিয়মানুযায়ী সেগুলো নিলামে বিক্রি করা হয়েছে বলে জেনেছি।

নাম প্রকাশ না করার শর্তে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) একটি সূত্র জানান, বুধবার দুপুর দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিজিবির খাড়েরা বিওপির একটি দল।

এ সময় বিজিবির অবস্থান টের পেয়ে খাড়েরা সীমান্ত এলাকায় চোরাকারবারিরা ৩১টি বাক্সে থাকা ৬২০ কেজি ইলিশ রেখে পালিয়ে যায়। যার আনুমানিক মূল্য ৯ লাখ ৯২ হাজার টাকা।