জানুয়ারি ১৬, ২০২৫

বৃহস্পতিবার ১৬ জানুয়ারি, ২০২৫

কুমিল্লার লাকসামে আগুনে পুড়ে ছাই বেশ কয়েকটি ঘর

Several houses were burnt to ashes in Laksam, Comilla
ছবি: প্রতিনিধি

কুমিল্লার লাকসাম উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন পরিবারের নয়টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। 

আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের হামিরাবাগ গ্রামে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

প্রত‍্যক্ষদর্শী ও স্থানীয় সূএে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে হামিরাবাগ গ্রামের আমিরুল ইসলাম ও তার চাচাতো ভাইসহ তিন পরিবারের বসতঘর, রান্নাঘর ও গোয়ালঘরসহ নয়টি ঘর মুহূর্তের মধ‍্যে পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকাসহ প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয়দের ধারণা রান্নাঘরে গ‍্যাস সিলেন্ডার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

প্রত‍্যক্ষদর্শীরা আরও জানান, মাত্র ১৫ থেকে ২০ মিনিটের মধ‍্যেই ঘরগুলো পুড়ে ছাই হয়ে যায়। তাই এসব ঘর থেকে কিছুই সরাতে পারেনি কেউ। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ওই এলাকায় অত‍্যন্ত অসহায় ও দরিদ্র। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এ ক্ষতি সহজে কাটিয়ে উঠতে পারবে না বলেও জানান স্থানীয়রা।

এ বিষয়ে ফায়ার সার্ভিস কর্মীরা জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনেন এবং আশপাশের ঘরগুলো রক্ষা করতে সক্ষম হন।