ডিসেম্বর ২৩, ২০২৪

সোমবার ২৩ ডিসেম্বর, ২০২৪

কুমিল্লায় মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত, প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের নিন্দা

Rising Cumilla - CA Press Wing
ছবি: সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুর মানহানির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং।

আজ সোমবার (২৩ ডিসেম্বর) সকালে প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

এতে বলা হয়েছে, চৌদ্দগ্রামে মুক্তিযোদ্ধা আব্দুল হাইকে মানহানির ঘটনার তীব্র নিন্দা জানাই। ইতোমধ্যেই পুলিশ ও স্থানীয় প্রশাসনকে ঘটনার তদন্ত শুরু করে দোষীদের আইনের আওতায় আনতে নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে বিবৃতিতে আরও বলা হয়েছে, আব্দুল হাইয়ের বিরুদ্ধে হত্যাসহ নয়টি মামলা রয়েছে। আমরা সবাইকে আইন নিজের হাতে তুলে নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।

এদিকে, স্থানীয় সূত্রে জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা কানু কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। স্থানীয় এমপি মুজিবুল হকের সঙ্গে বিরোধে জড়িয়ে তার বিরুদ্ধে আগে একাধিক মামলা হয়েছিল। রোববার সকালে তাকে একা পেয়ে স্থানীয় ১০ থেকে ১২ ব্যক্তি হেনস্থা করে গলায় জুতার মালা দেয়।

 আরও পড়ুন – কুমিল্লায় মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা, ভিডিও ভাইরাল