ডিসেম্বর ২৭, ২০২৪

শুক্রবার ২৭ ডিসেম্বর, ২০২৪

কুবিতে হবিগঞ্জের বন্ধনের নতুন সভাপতি জায়েদ, সম্পাদক হোসাইন

Rising Cumilla - Habiganj Bandhan new president in Comilla University Zayed, editor Hossain
ছবি: প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আঞ্চলিক সংগঠন ‘হবিগঞ্জের বন্ধন’ এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ইংরেজি বিভাগের শিক্ষার্থী জায়েদ হাসান সভাপতি এবং অর্থনীতি বিভাগের হোসাইন আহমেদ সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। তারা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

গতকাল শুক্রবার ( ৫ ডিসেম্বর ) রাতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। গত কমিটির সভাপতি আল আমিন ও সাধারণ সম্পাদক জাকির হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সহ সভাপতি পদে আতিকুর রহমান শিপন , মাহমুদুল হাসান বাঁধন , জাকির হোসেন সুজন, ইফতেখার নাহিম, রাকিব আহমেদ , সাইফুল ইসলাম রাকিব, পূজা দাস;  যুগ্ম সাধারণ সম্পাদক পদে রিয়াজ আহমেদ, গোলাম সারওয়ার রিমন, অনুপ দাশ, সুভাষ দাস, জোবায়ের রহমান, ঋজু আক্তার, সোনিয়া আক্তার; সাংগঠনিক সম্পাদক পদে ফরহাদ কাউছার, সহ-সাংগঠনিক সম্পাদক পদে শাহরিয়ার শাকিব ও প্রিয়ামনি দেব, অর্থ সম্পাদক পদে রিপন বৌমিক, উপ-অর্থ সম্পাদক পদে স্বরবিন্দু বৈষ্ণব, দপ্তর সম্পাদক পদে পূজা দেব, উপ-দপ্তর সম্পাদক পদে নাজমিন আক্তার ও সাদিয়া আক্তার, প্রচার সম্পাদক পদে সুজন আহমেদ, উপ-প্রচার সম্পাদক পদে শাম্মী আক্তার আঁখি , শাওন সূত্রধর ও তামান্না আক্তার দায়িত্ব পালন করবেন।

এছাড়াও শামীম আহমেদ আইন বিষয়ক সম্পাদক, আসাদুজ্জামান ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক , প্রণমিতা দাস ও  আহসান চৌধুরী উপ-ক্রীড়া ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক , জান্নাতুল বাকী শাম্মি আপ্যায়ন বিষয়ক সম্পাদক, এম.এ.এম আল আমিন উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক, প্রিয়ন্তী দাস প্রীথা ছাত্রী বিষয়ক সম্পাদক, সায়মা কাওনাইন উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক পদে মনোনীত হয়েছেন।

এছাড়াও কমিটির কার্যকরী সদস্যরা হলেন— মোঃ তারেক মিয়া, মোছা: শাহেলা জাহান তালুকদার, নাজমিন আক্তার, শাহ্ নাঈমা জান্নাত, তানজিন রহমান, মো: সাবাজ আহমেদ স্বাধীন , মোঃ শাহরিয়ার ইসলাম সৌরভ, হুজাইফা রায়হান, সাবিকুন্নাহার নাজিফা , আশরাফুল ইসলাম শিমুল , মোর্শেদা খানম , প্রশান্ত বৈষ্ণব, মো. সাহাদাত হাসনাত নাবিল, আদিবা ইলমিয়াত, আদিল কবির, তুষার দাশ, মিসকাত ওয়াহিদ চৌধুরী, মুনসাহাবুর রহমান মনির, অন্নপূর্ণা দাস ও অনামিকা দাস ।

সভাপতি জায়েদ হাসান বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে হবিগঞ্জের বন্ধনকে অস্তিত্বের ঠিকানা মনে হয়েছে। সেখানে আমি আমার এলাকার ঘ্রাণ পাই , নিজের আঞ্চলিক ভাষায় সেখানের মানুষদের সাথে প্রাণ খোলে কথা বলা যায়। এই সংগঠনটি আমার কাছে পরিবারের মতো মনে হয়েছে। আমি আশা করি লাল মাটির ক্যাম্পাসে হবিগঞ্জের বন্ধন যুগ যুগ এগিয়ে যাবে। যদিও আমি এতো বড় দায়িত্বের যোগ্য না, তারপরও সিনিয়র ভাইদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার মতো এই ছোট্ট মানুষকে এই বিশাল দায়িত্ব দেওয়ার জন্য। আমি সর্বোচ্চ চেষ্টা করবো বন্ধনকে সামনে এগিয়ে নিতে।”

উল্লেখ্য, নবগঠিত এ কমিটির দায়িত্বপ্রাপ্তরা আগামী এক বছর দায়িত্ব পালন করবেন।