মঙ্গলবার ২ ডিসেম্বর, ২০২৫

এনআইডিতে কোন তথ্য পরিবর্তন করা যাবে, কোনটা না—ইসির নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - NID
ছবি: সংগৃহীত

জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) কোন কোন তথ্য পরিবর্তন করা যাবে এবং কোন তথ্য এই মুহূর্তে পরিবর্তন করা যাবে না—সে বিষয়ে নির্দিষ্ট নির্দেশনা দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (১ ডিসেম্বর) দুপুরে নির্বাচন কমিশনে নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

ব্রিফিংয়ে তিনি বলেন, জাতীয় পরিচয়পত্রে সংশ্লিষ্ট ভোটারের নাম, বাবার নাম, মায়ের নাম, পেশা, জন্ম তারিখ, ভোটার ঠিকানা এবং ছবি—এই ৭টি তথ্য বর্তমানে কোনো অবস্থাতেই পরিবর্তন করা যাবে না।

তবে তিনি জানান, কিছু ব্যক্তিগত ও যোগাযোগসংক্রান্ত তথ্য সংশোধনের সুযোগ রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে—স্বামী বা স্ত্রীর নাম, বৈবাহিক অবস্থা, জরুরি প্রয়োজনে ধর্ম, প্রতিবন্ধকতার ধরণ এবং ফোন নম্বরসহ কয়েকটি তথ্য।

ইসি সচিব আরও বলেন, শিক্ষাগত যোগ্যতা এবং প্রযোজ্য ক্ষেত্রে ধর্ম ও প্রতিবন্ধকতার ধরণ পরিবর্তনের সুযোগ রয়েছে। তিনি বিশেষভাবে ফোন নম্বর হালনাগাদের গুরুত্ব তুলে ধরেন। কারণ হিসেবে তিনি বলেন, এনআইডিতে দেওয়া অনেক ফোন নম্বর বর্তমানে সক্রিয় নয়, যার ফলে আয়করসহ বিভিন্ন সরকারি সেবায় নাগরিকরা সমস্যার সম্মুখীন হচ্ছেন।

এদিকে, প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধনের সময়সীমা আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত প্রবাসীরা ভোটার নিবন্ধনের সুযোগ পাবেন।

তবে ভোটার তালিকা চূড়ান্ত করার আগে বর্তমানে অপরিবর্তনযোগ্য বলে ঘোষিত ওই ৭টি তথ্য ভবিষ্যতে সংশোধনের সুযোগ দেওয়া হবে কি না, সে বিষয়ে কমিশন পরে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন ইসি সচিব।

আরও পড়ুন