জানুয়ারি ১৪, ২০২৫

মঙ্গলবার ১৪ জানুয়ারি, ২০২৫

ঈদযাত্রায় লঞ্চে মোটরসাইকেল পারাপারে নিষেধাজ্ঞা থাকছে না

ঈদযাত্রায় লঞ্চে মোটরসাইকেল পারাপারে নিষেধাজ্ঞা থাকছে না
ঈদযাত্রায় লঞ্চে মোটরসাইকেল পারাপারে নিষেধাজ্ঞা থাকছে না। ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জানিয়েছেন, দেশের নৌপথে লঞ্চে মোটরসাইকেল পারাপারে কোনো নিষেধাজ্ঞা থাকছে না এবার।

আজ বুধবার (৩১ মে) সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদ-উল-আজহা উপলক্ষে সুষ্ঠুভাবে নৌযান চলাচল এবং যাত্রী নিরাপত্তা সংক্রান্ত ঈদ ব্যবস্থাপনা কমিটির বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

এ সময় তিনি বলেন, “ ঈদ উপলক্ষে নৌপথে পণ্যপরিবহন ও পশু পরিবহনে গুরুত্ব দেওয়া হবে। উপকূলীয় এলাকায় যাত্রী পরিবহনে বাড়তি উদ্যোগ নেওয়া হবে। যে সকল জায়গায় নৌরুটে যাত্রী পরিবহন হয় না কিন্তু পণ্য পরিবহন হয়। সেসব জায়গায় অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, ঈদের আগের তিন দিন ও পরের তিন দিন নৌপথে পচনশীল পণ্য ছাড়া অন্যান্য পণ্য পরিবহন বন্ধ থাকবে বলেও জানান তিনি।